আইসোটোপ হাইড্রোলজি বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গত ২ ও ৩ ফেব্রুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এক জাতীয় কনসালটেশন ওয়ার্কশপ আয়োজন করে। ওয়ার্কশপের মূল প্রতিপাদ্য বিষয় ছিল দেশের পানি সম্পদ বিষয়ে কর্মরত সব স্টেকহোল্ডারদের সহিত আলোচনার মাধ্যমে একটি খসড়া জাতীয় হাইড্রোলজিক্যাল স্কেচ রিপোর্ট তৈরির মাধ্যমে জাতীয় পানি সমস্যার অগ্রাধিকার ক্ষেত্রগুলির একটি তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতের পানি বিষয়ক প্রকল্পে আইসোটোপ হাইড্রোলজি প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য সুযোগ সৃষ্টি করা। কমিশনের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের পরিচালক ড. মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কমিশনের জীববিজ্ঞান সদস্য, ড. মো. মজিবুর রহমান। ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, ভিয়েনা, অষ্ট্রিয়া কর্তৃক নিয়োজিত বিশেষজ্ঞ ড. ভিরাজ ইদিরিশিংগে। ওয়ার্কশপে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পাশ) সালমা খাতুন এবং কমিশনের বিভিন্ন ইনিস্টিটিউটের পরিচালক ও বিজ্ঞানীরা। ওয়ার্কশপে আমন্ত্রিত স্টেকহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ইনিস্টিটিউট অব ওয়াটার মডেলিং, মিলিটারি ইনিস্টিটিউট অব টেকনোলজি, ওয়াটার এইড, নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ওয়ার্কশপে বাংলাদেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে আইসোটোপ হাইড্রোলজি ব্যবহার বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের আইসোটোপ হাইড্রোলজি বিভাগের প্রধান ভূতত্ত্ববিদ ড. রতন কুমার মজুমদার। বিশেষ অতিথি ড. মো. মজিবুর রহমান বলেন, জীবনধারণের জন্য বিশুদ্ধ পানি প্রাপ্তির নিশ্চয়তার জন্য পানির বিভিন্ন সমস্যা রোধকল্পে ভবিষ্যতের প্রকল্পে প্রথাগত পদ্ধতির সহিত আইসোটোপ হাইড্রোলজি প্রযুক্তি ব্যবহার বাঞ্ছনীয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞ ড. ইদিরিশিংগে স্থায়ী ও তেজষক্রিয় আইসোটোপ ব্যবহার করে বাংলাদেশে পানির সমস্যা সমাধানের সম্ভাবনার বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিত করেন।