চারকোল শিল্প দেশের অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই সেক্টরের সম্ভাবনা নিয়ে সকলেই এগিয়ে আসতে হবে। এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। আসন্ন বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাভকচারার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিসিসিএমইএ)-এর কার্যকরি পরিষদ নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে চারকোল শিল্পরক্ষা ও সংস্কার পরিষদ গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইশতেহার প্রকাশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সভাপতি প্রার্থী আতিকুর রহমান।
ইশতেহারে উদীয়মান রপ্তানিমুখী শিল্প চারকোল খাতের বর্তমানের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এ খাতকে টেকসই করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। এ পরিষদ নির্বাচিত হলে কাঁচামাল স্বল্পতা, সহজে পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি, পণ্য জাহাজীকরণ ও জাহাজ ভাড়া কমানোর বিষয়ে যথাপোযুক্ত উদ্যােগ গ্রহণ করা হবে বলে জানানো হয়। তাছাড়া এ খাতের সংস্কার ও উন্নয়নের বিষয়ে বিস্তারিত উন্নয়ন ভাবনা প্রকাশ করা হয় ইশতেহারে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ফ্যাক্টরিকে কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে রূপান্তর, স্বল্প সুদে সহজে ঋণ প্রাপ্তি, সমিতির স্থায়ী অফিস ক্রয়, উৎপাদন শ্রমিকদের স্বাস্থ্য বিমা, বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন দেশে মেলার আয়োজনসহ এ খাতের উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ হারুণ-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি সালেহ আকন ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানটি সমন্বয় করেন আসন্ন নির্বাচনের সহ-সভাপতি-১ প্রার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম। ইশতেহার প্রকাশ করেন সভাপতি প্রার্থী আতিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তোর প্রদান করেন সহ-সভাপতি প্রার্থী মেহেদী হাসান জুলিয়াস ও হাবিব-এ-হাসান।
সভায় চারকোল শিল্পরক্ষা ও সংস্কার পরিষদের প্রার্থী শাহরিয়ার ইবনে ইব্রাহিম, মোফাজ্জল হোসেন খোকন, মোহাম্মদ শামসুল আলম তালুকদার, আলমগীর কবির, সাহাদাত হোসেন উজ্জল, ফারহানা শারমীন কাকন, মিরাজ মোহাম্মদ তারেকুল হাসান, হোসাইন আহমেদ চৌধুরী, শামীমণ্ডউল-হকসহ এসোসিয়েশনের সাধারণ সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।