ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পুরান ঢাকা সাংবাদিক ফোরাম

জনসম্মুখে ধর্ষকের ফাঁসির দাবি

জনসম্মুখে ধর্ষকের ফাঁসির দাবি

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়েছে। সম্প্রতি সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় সারাদেশ বিক্ষোভে ফেটে উঠেছে। আছিয়ার মতো আর একটি শিশুও যেন ধর্ষণের শিকার না হয়। ধর্ষক প্রমাণিত হলে জনসম্মুখে ফাঁসির দাবি জানিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম।

গতকাল বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের উদ্যোগে শিশু আছিয়াসহ সকল ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনকালে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে ধর্ষিতার ছবি প্রকাশ না করে, অভিযুক্ত ধর্ষকের ছবি প্রকাশ করুন। যাতে ধর্ষক ও তার পরিবার সমাজের কাছে ঘৃণার পাত্র হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম। সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন খানের সঞ্চালনায় মানবন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, কোষাধ্যক্ষ সুমন দত্ত, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, কল্যাণ সম্পাদক, সৈয়দ মাহবুবুর রহমান, সদস্য আরমান বাদল, সদস্য তানভীর রায়হান, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত