ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রানা প্লাজা ট্র্যাজেডিতে জড়িতদের দ্রুত বিচার দাবি

রানা প্লাজা ট্র্যাজেডিতে জড়িতদের দ্রুত বিচার দাবি

দেশের সব শ্রমিকের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। কে কোথায় কাজ করছে সেটা বিষয় নয়, কাজের জায়গা নিরাপদ হওয়া জরুরি। এক রানা প্ল্যাজা ট্রাজেডিকে কেন্দ্র করে আমরা কেন এখনও সবাই এক হতে পারছি না। সবাই ঐক্যবদ্ধভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। শুধু রানার বিচার নয়, এই ট্রাজেডির সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘রানা প্লাজার মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণমূলক দুই দিনব্যাপী আলোচ্ছবি প্রদর্শনী’ উপলক্ষে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আলোচকরা। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সদস্য আসমা বেগম বলেন, নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসের আইন থাকলে আমরা ৪ মাস পেতে আমাদের বহু দৌড়াদৌড়ি করতে হয়। শ্রমিকদের সামাজিক, অর্থনৈতিক ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত হওয়া চাই। পৃথিবীর অন্যতম বড় শ্রমিক দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডির দ্রুত বিচার চাই। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন স্বপন বলেন, রানা প্লাজা ট্রাজেডিকে কেন্দ্র করে প্রায় ২০টি মামলা চলমান রয়েছে। কিন্তু আমরা কোনো মামলার বিচার দেখতে পাচ্ছি না। অন্যদিকে শ্রম আইনের বিভিন্ন সময় সংশোধনীর মাধ্যমে সেফটি কমিটিতে শ্রমিকদের ক্ষমতা কমিয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা চাই। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, রানা প্লাজা ট্রাজেডি শুধু গার্মেন্টস শ্রমিকরা ও গার্মেন্টস শ্রমিকদের সংগঠন এই দিন স্মরণ করবে এমন নয়। এটি দেশের সব শ্রমিকের নিরাপত্তার বিষয়। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে কেন সবাই এক হতে পারছি না। এই দিনটিকে ঘিরে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের অনেকেই রানা প্লাজার ঘটনা নিয়ে কথা বলেন না? কিন্তু এ ঘটনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে কথা হয়। তাই শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি তৌহিদুর রহমান বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে আহত এবং নিহতদের স্বজনদের নিয়ে জাতীয়ভাবে স্মরণসভার আয়োজন করতে হবে। এটি রাষ্ট্রীয়ভাবে করতে হবে। তাহলে আমরা আসল ভুক্তভোগীদের অবস্থা জানতে পারব। এছাড়া রানা প্লাজার ঘটনায় জড়িতদের সবার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল আকতারের সঞ্চালনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ২৪ এপ্রিল ২০১৩ সালে সকাল ৮:৪৫ এ সাভার বাসস্ট্যান্ডের পাশে ভবনটি ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে ডেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। এ দুর্ঘটনায় ১১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয় যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত