ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বুধবার হাছিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসির আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁ, জোবিঅ- সোনারগাঁ এর আওতাধীন নয়াপুর প্রাইমারি স্কুল সংলগ্ন, কনফিডেন্স ইন্সফ্রাস্ট্রাকচার এর বিপরীত পাশে, সাদিপুর, সাদিপুর ইউনিয়ন পরিষদের বিপরীতে, কাঠালিয়াপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ২ কিলোমিটার এলাকার ৩টি স্পটে প্রায় ৪২০টি আবাসিক চুলা ও ৩টি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ১৬০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। একই দিন জোবিঅ- কিশোরগঞ্জ ও রাজস্ব উপ-শাখা কিশোরগঞ্জ নিজস্ব ব্যবস্থাপনায় ০২টি (আবাসিক) সংযোগের দুইটি ডাবল বার্নার এবং ০২টি একক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় ০৫টি গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিক ২,৪৭,৮৪০/- টাকা আদায় করা হয়েছে। এছাড়া, মিল্টন রায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ- ফতুল্লা-কুতুবপুরের আওতাধীন ফতুল্লা, উত্তর ভূইগড়, নারায়ণগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে রুপসী ফেব্রিক্স কমপ্লেক্স, লামাপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ এর আংগিনায় ২ ইঞ্চি সার্ভিস লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাসের ব্যাবহার অবস্থায় এবং বয়লার রানের মিটারের ইনে প্লাঞ্জের পূর্বে ০১টি পয়েন্টের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের আলামত থাকায় উভয় রানের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, মেসার্স বন্ধন ষ্টীল ওয়ার্কস নামের একটি রোলিং মিলে অভিযানকালে ০২টি মোল্ডিং ভাট্টিতে ০৪টি বার্নার এবং ০১টি গ্যালভানাইজিং হিট ট্রিটমেন্ট এ ০৩টি বার্নারের মাধ্যমে মোট ঘণ্টাপ্রতি ৪,৬০০ ঘনফুট লোডে অবৈধ পন্থায় গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় তা বিচ্ছিন্ন করে উৎসমুখে কিলিং করা হয়েছে। প্রতিষ্ঠানে মাসিক ৪৬,০৬০ ঘ.মি. গ্যাস ব্যবহার হতো যার আনুমানিক মূল্য ১৪,০৪,৮৩০/-। প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং হাবিবা বেকারি নামের একটি বেকারিতে অভিযানকালে ০১টি রোটারি রেক ওভেনের মাধ্যমে মোট ঘণ্টাপ্রতি ৩০০ ঘনফুট লোডে অবৈধ পন্থায় গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় তা বিচ্ছিন্ন করে উৎসমুখে কিলিং করা হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ৭ মে পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৯টি শিল্প, ১৭৫টি বাণিজ্যিক ও ৩৪,১১২টি আবাসিকসহ মোট ৩৪,৫৩৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৭,১৮৪টি বার্নার বিচ্ছিন্নসহ উক্ত অভিযানসমূহে ১৬০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত