ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আইসিজের প্রার্থিতার বিষয়ে ঢাকার সমর্থন চেয়েছে যুক্তরাজ্য

আইসিজের প্রার্থিতার বিষয়ে ঢাকার সমর্থন চেয়েছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছে যুক্তরাজ্য। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এ আবেদন জানান। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনাকালে এ অঞ্চলের সাম্প্রতিক অগ্রগতির ওপর আলোকপাত করে উভয়পক্ষই উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতার গুরুত্বের উপর জোর দিয়েছে। এসময়, পররাষ্ট্র সচিব আঞ্চলিক শান্তির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সাম্প্রতিক বিষয়সমূহের শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন।

আলোচনায় সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ক্রমবর্ধমান ভূমিকাও উঠে আসে। পররাষ্ট্র সচিব বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দেশের নিষ্ঠা পুনর্ব্যক্ত করে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অবদানের চিত্র তুলে ধরেন। উভয় পক্ষই ইউএন৮০, ইউএন কমিটি অন ডিকলোনাইজেশন (সি২৪) এবং বিচারিকবিষয়ে দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গা শিবির এলাকায় জাতিসংঘের চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন। পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছা এবং টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির গুরুত্বের উপর জোর দেন এবং এই ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহায়তার আহ্বান জানান। বৈঠকে উভয়পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ও পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন পথ অন্বেষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত