তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হোটেল ও রেস্তোরাঁয় স্মোকিং জোন রাখার বিধান বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিভাগের হোটেল-রেস্তোরাঁর মালিকরা। গত রবিবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় শতভাগ ধূমপানমুক্ত হোটেল-রেস্তোরাঁ নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তারা আরও জানায় হোটেল-রেস্তোরাঁয় নারী-শিশুসহ অধূমপায়ীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে আইন শক্তিশালীকরণের কোনো বিকল্প নাই। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনসহ ঢাকার শতাধিক হোটেল-রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধিরা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি