ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বর্ষার দিনেও রাজধানীতে বায়ুদূষণ

বর্ষার দিনেও রাজধানীতে বায়ুদূষণ

বিশ্বের ১২৫ দেশের মধ্যে গতকাল সোমবার ঢাকার অবস্থান ছিল তৃতীয়। গতকাল সকাল পৌনে ৯টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৫২। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। গতকাল বায়ুদূষণে শীর্ষ স্থানে ছিল উগান্ডার কাম্পালা, স্কোর ১৫৯। দ্বিতীয় স্থানে ছিল চিলির সান্তিয়াগো। বর্ষাকালে সাধারণত বায়ুদূষণ কম থাকে। মোটামুটি মে মাসের শেষ থেকেই কমে আসতে থাকে দূষণ। কারণ, এ সময়ের বৃষ্টি। প্রাকৃতিক এ ঘটনা ছাড়া দূষণ রোধে আর কোনো ব্যবস্থাই আসলে নেই। সরকারি নানা উদ্যোগ তো ব্যর্থ প্রমাণিত হয়েছে। বৃষ্টি হলে নগরীর দূষণ কমে কয়েক দিন, তারপর আবার বাড়ে। জুলাই সবচেয়ে কম দূষণের মাস। তারপরও দূষণ পরিস্থিতি অনেক খারাপ। বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএমের ২.৫ উপস্থিতি। ঢাকার বাতাসের উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১২ গুণের বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত