ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘পথশিশুদের ১০০ শতাংশই শারীরিক-মানসিক-যৌন নির্যাতনের শিকার’

‘পথশিশুদের ১০০ শতাংশই শারীরিক-মানসিক-যৌন নির্যাতনের শিকার’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘শৈশবকালের প্রতিকূলতা ও তার স্বাস্থ্যগত প্রভাব’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশসহ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের বিষয় ছিল শৈশবকালীন ঝুঁকিপূর্ণ অবস্থা ও ঝুঁকিপূর্ণ। গতকাল বুধবার বিএমইউতে বেসিক সাইন্স ভবনের ৯ম তলায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সলর প্রফেসর ডা. মো. শাহিনুল আলম। দি ওপেন ইউনিভার্সিটি (ইউকে), ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ সোস্যাল ওয়ার্ক (ইউএসএ) এবং গ্লোবাল স্ট্রিট কানেক্ট এর সহায়তায় আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। সেমিনারে কীনোট স্পিচ প্রদান করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আতিকুল হক। তিনি তার বক্তব্যে পাবলিক অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ভালনারেবিলিটি ইন চিলড্রেন বিশেষ করে ‘শৈশবকালের প্রতিকূলতা ও তার স্বাস্থ্যগত প্রভাব’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন। ডা. মো. আতিকুল হক জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও ইনফরম্যাটিক্স বিভাগের শ্রেণিকক্ষে শৈশবকালীন প্রতিকূল অভিজ্ঞতা এবং পরবর্তীকালে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ ও সামাজিক সমস্যার উপর এর প্রভাব নিয়ে পরিচালিত গবেষণাগুলোতে মোট ২৯৭০ জন অংশগ্রহণকারী অন্তর্ভুক্ত ছিল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত