
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) শিক্ষা ক্যাডারে ম্যানেজমেন্ট বিভাগের মতো আনুপাতিক হারে আসন বণ্টনের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের তিন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে অনুষদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে অংশ নেয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম), ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের শিক্ষার্থীরা।