ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পদত্যাগ করেছেন ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না

পদত্যাগ করেছেন ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না

অসুস্থতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর হাসানুল বান্না। এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম গতকাল সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার সে আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত আছেন। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এর পর থেকেই তিনি ছুটিতে ছিলেন।’ গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান আইনজীবী হাসানুল বান্না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত