ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউতে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার

বিএমইউতে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)তে ‘বিয়ন্ড দ্যা হেডলাইনস : মেন্টাল হেলথ কন্সিকোয়েন্সেস অফ দ্যা জুলাই আপরাইজং এন্ড মাইলস্টোন ট্র্যাজেডি’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ ব্লক অডিটোরিয়ামে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে ৮২.৫ শতাংশ বিষণ্ণতায় ভুগছেন এবং তীব্র আঘাত পরবর্তী মানসিক চাপে ভুগছেন ৬৪ শতাংশ মানুষ। আর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত কারণে সৃষ্ট ট্রাজেডির শিকার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও দ্রুত মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়।

গুরুত্বপূর্ণ এই সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন- বিএমইউ এর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। গবেষণালব্ধ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন- মনোরোগ বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান। সেন্ট্রাল সেমিনারে সভাপতিত্ব করেন- সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারপারর্সন অধ্যাপক ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত