ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিইউএফটিতে শহিদ সেলিম তালুকদার স্মরণে বিশেষ আয়োজন

বিইউএফটিতে শহিদ সেলিম তালুকদার স্মরণে বিশেষ আয়োজন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) গর্বিত অ্যালামনাই ও ২০২৪ এ জুলাই আন্দোলনের সাহসী বীর শহিদ মো. সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গত বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহিদের পিতা মো. সুলতান তালুকদার। দিনব্যাপী কর্মসূচির শুরুতে অতিথিরা সদ্য উদ্বোধিত শহিদ সেলিম তালুকদার স্মৃতিফলক পরিদর্শন করেন। পরে নবনির্মিত ‘শহিদ সেলিম তালুকদার কেন্দ্রীয় লাইব্রেরি’ উদ্বোধন করেন এবং তার জীবন, সংগ্রাম ও জুলাই আন্দোলনের তাৎপর্যপূর্ণ মুহূর্ত নিয়ে আয়োজিত ফটো প্রদর্শনী ঘুরে দেখেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সবাই জুলাই আন্দোলনে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত