ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে নারীমুক্তি কেন্দ্রের মিছিল সমাবেশ

রংপুরে নারীমুক্তি কেন্দ্রের মিছিল সমাবেশ

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল রোরবার সকালে মিছিল ও রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সদস্য আলো বেগমের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ (মার্কসবাদী), রংপুর জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কমিটির নেতা প্রিয় রানী। নেতৃবৃন্দ বলেন ১৯৯৫ সালের এইদিনে দিনাজপুরের ১৪বছরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ সদস্য গণধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করে। প্রতিরোধ গড়ে উঠে সারাদেশে। আন্দোলনের মুখে তিন পুলিশ সদস্যের ফাঁসি হয়। তার কেটে গিয়েছে ৩০ বছর। কিন্তু আজও দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়নি। সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সামনের দিনে যে লড়াই গড়ে তুলবে সেই লড়াইয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা কর। অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক-জুয়া বন্ধ করতে হবে। নাটক-সিনেমা-বিজ্ঞাপনে নারীদেহের অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। ইন্টারনেটের সকল পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পর্নো পত্রিকা, সিডি, বই বিক্রি নিষিদ্ধ করতে হবে। খেতে-খামারে, হোটেলসহ বিভিন্ন খাতে শ্রমজীবী নারীদের সমকাজে সমমজুরি নিশ্চিত কর। সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০০০ টাকা নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত