
রাজধানীর পৃথক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও পোশাক কারখানার শ্রমিকরা। যার ফলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দেয়। গতকাল মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নেন বনানীতে চেয়ারম্যান বাড়ির এলাকায়। এসময় তাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। এদিকে এদিন সকালে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড় অবরোধ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। সেখানেও যানচলাচলে ধীরগতি দেখা গেছে।