ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

না.গঞ্জে রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

না.গঞ্জে রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

নারায়নগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। গতকাল বুধবার দুপুরে ফতুল্লার ভুইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া রেহিঙ্গা তরুণী হাসিনা কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিন হৃলার জালাল আহম্মেদের মেয়ে। জানা গেছে, দুপুর তিনটার দিকে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন সে রেহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র সহ একটি এনআইডি কার্ড পাওয়া যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত