ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তারুণ্যের ভূমিকার উপর বিতর্ক প্রতিযোগিতা

জুলাই ২৪’র স্বপ্ন বাস্তবায়ন
তারুণ্যের ভূমিকার উপর বিতর্ক প্রতিযোগিতা

ডাম ফাউন্ডেশন ফর ইকনোমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) গত ২৬ আগস্ট নরসিংদীর মনোহরদী উপজেলার মডেল মসজিদ কনফারেন্স রুমে জুলাই ২০২৪-এর স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের ভূমিকার উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নির্বাহী কর্মককর্তা এম এ মুহাইমিন আল জিহান। বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ডিএফইডি’র সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর (কৃষি) ও ফোকাল পার্সন কৃষিবিদ মো. নিয়ামুল কবীর। আরো উপস্থিত ছিলেন ডিএফইডি’র নরসিংদী’র জোনাল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম এবং ডিএফইডি’র নরসিংদী-৩ এরিয়া ম্যানেজার সুমন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জান নুর। এছাড়াও উপস্থিত ছিলেন ২টি স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ও শিক্ষক, প্রকল্প স্টাফ ও এলাকার জনগণ। উল্লেখ্য, ডিএফইডি ও পিকেএসএফ যৌথ অর্থায়নে অক্টোবর ২০২৪ হতে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই-ডিসেম্বর ২০২৫ মেয়াদে ‘বাংলাদেশ তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পল্লী কর্মণ্ডসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সমৃদ্ধি কর্মসূচিভুক্ত উপজেলাসমূহে যুব, কৈশোর এবং ‘ক্রীড়া ও সাংস্কৃতিক’ কার্যক্রমের আওতায় বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত উৎসব উদযাপনের জন্য ডিএফইডি জুলাই হতে নভেম্বর ২০২৫ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নের জন্য প্রোগ্রাম সিডিউল করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত