
জাপান সরকারের সহায়তায় রেডক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরকে ডেঙ্গু ও কলেরা কিট এবং স্যালাইনসহ ৩ লাখ ৫০ হাজার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ডেঙ্গু, কোভিড-১৯ ও অন্যান্য উদীয়মান সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশে অবস্থিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে।
জাপান সরকার এবং এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (এএসইএফ)-এর উদার সহায়তায় এই উদ্যোগটি সম্ভব হয়েছে। চিকিৎসা সামগ্রী মধ্যে রয়েছে-১ লক্ষ ২০ হাজার ডেঙ্গু টেস্ট কিট, ৬৮ হাজার কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট কিট, ২৫ হাজার আরটি-পিসিআর টেস্ট কিট, ২ লক্ষ ২০ হাজার কলেরা চিকিৎসার সামগ্রী ও স্যালাইন সলিউশনসহ বিভিন্ন ধরনের সামগ্রী। এছাড়াও, পাঁচটি প্রধান সরকারি হাসপাতাল তথা রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ (গাজীপুর), খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-কে হেমাটোক্রিট টেস্টিং ডিভাইস ও বেডসাইড আল্ট্রাসাউন্ড মেশিন সরবরাহ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এই সহায়তা বিডিআরসিএস ও আইএফআরসির নেতৃত্বে পরিচালিত স্টকপাইল প্রকল্পের একটি অংশ, যা সংক্রামক রোগের প্রাদুর্ভাবের জন্য প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করে। এতে করে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী সময়মতো পাওয়া যায়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিস্টার তাকাহাশি নাওকি, যিনি বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ও সুস্থতার জন্য জাপানের অব্যাহত প্রতিশ্রুতির কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো- এই উদ্যোগগুলোকে টিকিয়ে রাখা ও প্রসারিত করা, যাতে দুর্বল সম্প্রদায় ও স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি দেশগুলোকে সাহায্য করা যায়।’ অনুষ্ঠানের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর, জাপান দূতাবাস, আইএফআরসি, বিডিআরসিএস ও এএসইএফসহ অংশীদারদের সময়োপযোগী চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।