ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ যুগোপযোগী পদক্ষেপ’

‘ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ যুগোপযোগী পদক্ষেপ’

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ বাংলাদেশের ভূমি প্রশাসনে এক যুগোপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। গতকাল বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রকল্প’-এর ওপর আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় দেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যার লক্ষ্য আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা। সিনিয়র সচিব বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও জটিল ভূমি রেকর্ড ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে ভূমি খাত নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা নিরসনে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা শুধু নাগরিক সেবা সহজ করেনি, বরং দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধেও কার্যকর ভূমিকা রাখছে। প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। পরে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির (জিপিএমএস) ওপর আলোচনা সভায় সিনিয়র সচিব বলেন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা ও ফলাফলভিত্তিক পরিচালনা নিশ্চিত করতে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত