
ন্যাশনাল ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপককে নিয়ে একটি প্রাণবন্ত ও ফলপ্রসূ ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনটি নেতৃত্ব, অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তাধারার এক সুন্দর সমন্বয় তৈরি করে, যেখানে উন্মুক্ত আলোচনা, দলীয় সমন্বয় এবং ভবিষ্যৎমুখী কৌশলের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক কার্যক্রম ও সামগ্রিক ব্যবসায়িক গতি আরও শক্তিশালী করার দিকনির্দেশনা নির্ধারিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ও এসভিপি মোহাম্মদ তৌহিদুল করিম এবং কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. ইস্কান্দার আলী ফকিরসহ কুমিল্লা অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি