
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের বিজ্ঞান অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স গত ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। কনফারেন্সে কী-নোট সেশনের চেয়ার-এর দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মালয়েশিয়ার টেলরস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গাজী মাহবুবুল আলম, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. কাজুয়োশি উয়েনো ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুসুমু আরাকি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিলের শিক্ষক ড. ফারশিদ রামেজানিপুর উক্ত কী-নোট সেশনে বক্তব্য রাখেন।
২৪ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরস্থ বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গলফ ক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে ইউআইটিএসর উপাচার্য তার বক্তব্যে বলেন যে, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষক ও গবেষকদের মধ্যে গবেষণাসংক্রান্ত মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে, গবেষকদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। সর্বোপরি তাদের উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। নিয়মিত এ ধরনের আয়োজন গবেষকদের নতুন নতুন উদ্ভাবন আগামী দিনের জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রায় অবদান রাখবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি