ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মা ইলিশ রক্ষায় ২২ দিনব্যাপী নৌ পুলিশের অভিযান

মা ইলিশ রক্ষায় ২২ দিনব্যাপী নৌ পুলিশের অভিযান

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে সারাবছর নিয়মিত অভিযানের পাশাপাশি নৌ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সরকার ঘোষিত মা ইলিশ রক্ষার্থে চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এসময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। নৌ পুলিশের উদ্যোগে এই অভিযান সফল করার লক্ষ্যে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান তার অধীনস্থ অফিসারদের নিয়ে এই বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা করে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে অপারেশনাল কার্যক্রমের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। প্রথমেই নৌ পুলিশের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশের আওতাধীন বিভিন্ন ঘাট ও বাজার এলাকায় জেলে, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভাসহ প্রচার-প্রচারণা করা হয়। এরপর নৌ-সীমানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাসহ নদনদীতে সার্বক্ষণিক টহল জোরদার করে নৌ পুলিশ।

২২ দিনব্যাপী এই অভিযান সফলভাবে বাস্তবায়নে সর্বদা তৎপর থেকে ব্যাপক অভিযান পরিচালনা করে নৌ পুলিশ অঞ্চলের ইউনিটগুলো। পাশাপাশি নৌ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গঠিত বিশেষ আভিযানিক টিমও নদীতে জোরদার অভিযান পরিচালনা করে। এই সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে ৬১ কোটি ৭৮ লক্ষ ২৫ হাজার ৩৮৩ মিটার জাল উদ্ধার, ৬২ হাজার ৬৪৪ কেজি মাছ উদ্ধার, ১ হাজার ২২১টি নৌযান জব্দ, ৩ হাজার ১৭৩ জন অপরাধী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের স্থানীয় থানার মাধ্যমে আদালতে প্রেরণসহ ৬৭৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় জিম্মায় প্রদান করা হয়। এই অভিযানে ৫৩৪টি মামলা রুজু করাসহ ১ হাজার ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ এতিমখানা ও স্থানীয় দুস্থ, অসহায়দের মাঝে বিতরণ করাসহ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত