ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাবির দুই স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাবির দুই স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক সহযোগিতা, ভাষা শিক্ষা ও সামাজিক উদ্ভাবনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল মঙ্গলবার নতুন দুটি চুক্তি স্বাক্ষর করেছে। জাপানের কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইরানের আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার একাডেমিক উৎকর্ষ, গবেষণা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এবং কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারেক রফি ভুইয়া। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত