
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আইটিডি) মধ্যে এক?টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বিএফটিআই বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ফাইয়াজ মুরশিদ কাজী এবং আইটিডির পক্ষে স্বাক্ষর করেন আইটিডির নির্বাহী পরিচালক মি. সুপাকিত চারনকুল। অনুষ্ঠানে ঢাকার থাই দূতাবাসের ডিপুটি চিফ অফ মিশন মিজ্ সুপাওয়াদি এবং বিএফটিআই-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাইফ উদ্দিন আহম্মদ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় পক্ষ বাণিজ্য ও উন্নয়ন খাতে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে। উভয় প্রতিষ্ঠানই যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং অ্যাকাডেমিক ও নীতিগত জ্ঞান বিনিময়ে উদ্যোগ নেবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি