ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিইউএফটিতে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন’ সলিডারিটি ইভেন্ট

বিইউএফটিতে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন’ সলিডারিটি ইভেন্ট

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে ও তাদের চলমান মানবিক সংগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন: এ সলিডারিটি ইভেন্ট’ আয়োজন করেছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত মি. ইউসুফ এস. ওয়াই. রামাদান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির এবং ধানমন্ডিস্থ মসজিদণ্ডউত-তাকওয়ার খতিব মুফতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা প্যালেস্টাইনের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিক ঐক্য, মানবাধিকার রক্ষা এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা আলোচনাসভা এবং প্রদর্শনীর মাধ্যমে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত