
মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত। সেই মনোযোগ রাষ্ট্র দিতে পারেনি। প্রবীণরা উপেক্ষিত হয়েছে সমাজে। তাদের অপাংক্তের মতো থাকতে হয়েছে। এই দায় আমাদেরকে নিতে হবে। কারণ এই রাষ্ট্র, এই সমাজ আমরাই তৈরি করেছি। গত শুক্রবার রাতে নগরীর সিনিয়র্স ক্লাবে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের দেশে অবসরের পর রাষ্ট্র থেকে তো পরিত্যক্ত হলেনই, অনেকেই নিজের সমাজ এবং পরিবার থেকেও পরিত্যক্ত হয়ে যান। ফারুক ই আজম বলেন, আমাদের সমাজে ভিলেনরা সব নায়ক হয়েছিল। সেসব কালো অধ্যায় যাতে আর না দেখি সেই পদক্ষেপ নিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ এবং সবার কাছে বাসযোগ্য সমাজ উপহার দিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা নানাভাবে দ্বিখণ্ডিত হতে চাই। আমাদের যত বিভেদ আছে সব মিটিয়ে ফেলতে হবে। সামাজিক মেলবন্ধন তৈরি করতে হবে। আলোচনা সভায় সংগঠনের সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এমএ মালেকের সভাপতিত্বে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এএম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, প্রমুখ বক্তব্য রাখেন।