
নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।