ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভূমিসেবা নিশ্চিতের মূলভিত্তি সঠিক সার্ভে ও সেটেলমেন্ট

বললেন ভূমি উপদেষ্টা
ভূমিসেবা নিশ্চিতের মূলভিত্তি সঠিক সার্ভে ও সেটেলমেন্ট

ভূমিসেবা নিশ্চিতের মূলভিত্তি হলো সঠিক সার্ভে ও সেটেলমেন্ট উল্লেখ করে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, পৃথিবীর প্রতিটি জীব ভূমির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত।

তিনি বলেন, গৃহপালিত প্রাণীরা মাঠে চরে, বন্য প্রাণীরা জঙ্গলে থাকে, পাখিরা বনাঞ্চলে আশ্রয় নেয়। ভূমি কেবল মানুষের সম্পত্তি নয়, এটি পৃথিবীর সমস্ত জীবের যৌথ সম্পদ। গতকাল রোববার রাজধানীর ডেমরায় করিম জুট মিলস্ লিমিটেডের সভাকক্ষে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ের) এবং জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৪১তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এবারে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। ৫২ দিনের এই প্রশিক্ষণে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, মানুষকে উচিত হবে দায়িত্বশীলভাবে ভূমির ব্যবহার করা, পশু-পাখির আবাসস্থল সংরক্ষণ করা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তবেই পৃথিবী সুন্দর, ভারসাম্যপূর্ণ ও প্রাণবন্ত এক আবাসভূমি হিসেবে টিকে থাকবে।

তিনি আরও বলেন, ভূমি ব্যবহারের ন্যায্যতা নিশ্চিত করতে হলে, আমাদের ভাবতে হবে এই ভূমি সবার। মানুষ যেমন জীবনের জন্য ভূমির প্রয়োজন অনুভব করে, পশুরাও তেমনভাবে ভূমির ওপর নির্ভর করে বেঁচে থাকে। উপদেষ্টা বলেন, ভূমি শুধু উৎপাদনের মাধ্যম নয়, এটি জীববৈচিত্র্যেরও আশ্রয়স্থল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত