ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হিসাবরক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়নে ইউজিসি ও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সভা

হিসাবরক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়নে ইউজিসি ও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সভা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের হিসাবরক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিট বিভাগের সঙ্গে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগের প্রতিনিধিদের একটি বিশেষ সভা গতকাল ইউজিসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ইউজিসি’র অডিট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের সভাপতিত্বে সভায় ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আর্থিক (এফআরসি) প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগের নির্বাহী পরিচালক মো. তারেক কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা এবং একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আ. মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত