
রাজধানীর উত্তরায় রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মো. হাফিজ মাহমুদ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। হাফিজ নড়াইল জেলার লোহাগড়া থানার আড়পাড়া গ্রামের মুরাদ উদ্দিন আহমেদের ছেলে। তিনি ঢাকার সাভারের রামচন্দ্রপুর এলাকায় থাকতেন। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ক্যাটালিয়ন কোয়ার্টারের সামনের রেললাইন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।