ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট বিভাগ প্রত্যেক বছর মেধাবী স্কাউটদের সংবর্ধনা প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় গত ২০২৪ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত স্কাউট এবং রোভার স্কাউটদের কাছ থেকে আবেদন গ্রহণ করে। সারাদেশ থেকে ৪৫৯ জন আবেদন করে। যার মধ্যে ৩২৭ জন স্কাউট এবং ১৩২ জন রোভার স্কাউট ছিল। সব মেধাবী স্কাউটকে একটি সার্টিফিকেট, একটি মেডেল এবং দুই হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে গতকাল জাতীয় সদর দপ্তরের ‘শামস হল’ ঢাকায় মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ এবং পরিচালক, মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং জনাব মো. শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটসসহ অন্যান্য প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, ইউনিট লিডার, মেধাবী রোভার স্কাউট, মেধাবী স্কাউট ও স্কাউটার উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত