ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগুনে পুড়ল সাত ঝুট গুদাম

আগুনে পুড়ল সাত ঝুট গুদাম

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৭টি গুদাম পুড়ে গেছে বলে জানা গেছে। জানা যায়, সকালে আগুনে গুদামের ঝুটসহ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তার আগেই ৭টির মতো গুদাম পুড়ে যায়। তিনি আরো জানান, প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত