
নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স স্থানীয় মেঘনা নদীতে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে গতকাল ১ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে। জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম রাত্রিকালীন অভিযান চলাকালে গোপনীয় সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিৎ কুমার ঘোষসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ভোর রাতে এই অভিযান পরিচালনা করে। পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী এমভি আসা যাওয়া-৫ নামক লঞ্চের গতিরোধ করে লঞ্চে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ওইসময় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ছোট-বড় মোট ১৯টি ককশিটে রক্ষিত আনুমানিক ১ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছের মূল্য অনুমান ৫ লাখ টাকা। পরবর্তীতে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মৎস্য অফিসারদের অবহিতপূর্বক উল্লিখিত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসাসহ গরিব, দুঃখী, দুস্থদের বিতরণ করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি