
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫ গতকাল বুধবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫ বুধবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। কর্মশালার উদ্দেশ্য ছিল ২০২৪-২০২৫ সালে বাস্তবায়িত গবেষণা কর্মসূচির মূল্যায়ন ও অভিজ্ঞতার আলোকে ২০২৫-২০২৬ সালের নতুন গবেষণা কর্মসূচি প্রণয়ন। বারির বিজ্ঞানীরা এ পর্যন্ত ১,৩৪৯টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দেশের তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্বোধন অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও স্বররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের কৃষককে সর্বাধিক উপকৃত করতে গবেষণা কর্মসূচি প্রণয়ন করতে হবে, যাতে সর্ব স্তরের মানুষ উপকৃত হন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি