
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আজ ৮ নভেম্বর। এ উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক মো. কবীর হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ নভেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবনে শোভাযাত্রার আগে আলোচনা হবে।
পরে শোভাযাত্রা উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ১০ নভেম্বর বিকেল ৪টায় আইডিইবি ভবনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে ৮ নভেম্বর বিকেল ৪টায় আইডিইবি ভবনে সংগঠনের প্রয়াত নেতা ও সদস্য প্রকৌশলীদের স্মরণে দোয়া এবং সন্ধ্যায় বিটিভি ও বাংলাদেশ বেতারে নেতাদের অংশগ্রহণে দিবসের প্রেক্ষাপটে বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার হবে। ১১ নভেম্বর বিকেলে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুরূপ কর্মসূচি জেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে।
এছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনা মূল্যে প্রযুক্তি পরামর্শসেবা দেওয়া হবে। গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য নির্ধারণের প্রাসঙ্গিকতা উল্লেখ করে আইডিইবির পক্ষে জানানো হয়, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে প্রযুক্তি দ্রুত কাজের দৃশ্যপট পরিবর্তন করছে। দক্ষ জনশক্তির চাহিদা আগে কখনো এতো বেশি ছিল না। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ডিজিটাল উৎপাদন শিল্পগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করছে।