ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিআইবিএমের সার্টিফিকেশন কোর্সের ষষ্ঠ গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত

বিআইবিএমের সার্টিফিকেশন কোর্সের ষষ্ঠ গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত

গত শুক্রবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মাঠে সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ ব্যাংকারদের জন্য ষষ্ঠবারের মতো গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন এনপিএল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিইএনপিএল)’;‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম)’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন এন্টি মানি লন্ডারিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম (সিইএএফ);‘সার্টিফাইড ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ই-ব্যাংকিং (সিইইবি)’; ‘সার্টিফিকেট ইন কমার্শিয়াল ক্রেডিট (সিআইসিসি)’; ‘সার্টিফিকেট ইন এসএমই ক্রেডিট (সিআইএসএমইসি)’; ‘সার্টিফায়েড প্রোফেশনাল ইন এসএমই ফাইন্যান্সিং (সিপিএসএমইএফ)’; ‘সার্টিফায়েড প্রোফেশনাল ইন ইন্টারনাল অডিট অ্যান্ড ব্যাংক ইন্সপেকশন (সিপিএআই)’; এই ১১টি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১,০১৩ জন ব্যাংক কর্মকর্তা অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত