ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রয়াত সহযোগী অধ্যাপক ইফতেখার মাহমুদ স্মরণে সভা

প্রয়াত সহযোগী অধ্যাপক ইফতেখার মাহমুদ স্মরণে সভা

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে আইন বিভাগের প্রয়াত সহযোগী অধ্যাপক মো. ইফতেখার মাহমুদ স্মরণে এক শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, সহকর্মী এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে এক আবেগঘন স্মরণ অনুষ্ঠান। তার প্রয়াণের পর থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি স্তরে অনুভূত হচ্ছে গভীর শূন্যতা। তিনি শুধু একজন শিক্ষকই নন- ছিলেন জ্ঞানের আলো ছড়ানো এক আলোকবর্তিকা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি বলেন, ফুলের সুগন্ধি যেমন ফুলের পাপড়ির ভেতর লুকায়িত, ঠিক তেমনি ইফতেখার মাহমুদ তার কথার মাঝে সাহিত্য কর্মে লুকায়িত। তিনি মৃত্যুবরণ করেও দেখিয়ে গিয়েছেন কীভাবে সবার মাঝে বেঁচে থাকতে হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত