ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুরআন ও হাদিসের হুকুম আহকাম পুরোপুরি পালন এবং সত্যিকার মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে নবী করীম (সা.)-এর মাদানী জীবনে রাষ্ট্র পরিচালনা এবং খোলাফায়ে রাশেদার ৩০ বছরের খেলাফতের সুন্নাত অনুসরণে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। শিক্ষাব্যবস্থার সর্বস্তরে ইসলামের শিক্ষা ও আদর্শের প্রতিফলন এবং বিচার ব্যবস্থায় শরিয়া আইন চালু করার মাধ্যমে সহজে এ লক্ষ্য অর্জন করা সম্ভব। এজন্য প্রয়োজন ওলামায়ে কেরাম ও ইসলামি নেতৃবৃন্দের অবিচল সিদ্ধান্ত এবং সর্বাত্মক গণজাগরণ। আজ ২৯ শে নভেম্বও ‘২৫ জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ইসলামী ঐক্য আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উক্তাগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী। সংগঠনের সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক আজাদের সঞ্চালনায় উকাত সভায় আলোচনায় অংশ নেন নায়েবে আমীর ডক্টর একেএম মাহবুবুর রহমান, মাওলানা ইসমাইল ফারুক, অধ্যক্ষ এসএম আব্দুল হামিদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, ড. হাফেজ লোকমান হাকিম কাজী আবু বকর সিদ্দিক, মাওলানা মাহফুজুর রহমান, কাজী আবুল খায়ের- মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ, মাওলানা আবদুল আহাদ নূর- আহ্বায়ক বিএনজিপি, আবুল কাশেম মজুমদার- প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ, ড. মাও. মুহা. নজরুল ইসলাম- তারবিয়্যাত সম্পাদক ই.ঐ.আন্দোল, প্রফেসর ড. শাহ মুহাম্মদ আবদুর রহীম- সভাপতি ইসলামিক স্টাডিজ ফোরাম। সভাপতির ভাষণে ড. মুহাম্মদ ঈসা শাহেদী আরও বলেন, আমরা আল্লাহ ও রাসূলের হুকুম ও ফরজ ইবাদত হিসেবে নামাজ রোজা হজ জাকাত পালন করি; কিন্তু ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় কুরআন ও হাদিসের অপর নির্দেশাবলী যেমন চুরি ডাকাতি জেনা-ব্যভিচার হত্যা মদ্যপান প্রভৃতির হুদুদ বা দন্ডবিধির হুকুম আমরা পালন করছি না। যার পরিণতিতে সমাজে পাপাচার ও দুর্নীতির সয়লাব বয়ে যাচ্ছে । এর দায় থেকে আখেরাতেও আমরা মুক্তি পাব না । সভায় ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহীম (র.) ও অন্যান্য মরহুম নেতাদের মাগফিরাত এবং উম্মাহর ঐক্যবদ্ধ শক্তির পুনরুজ্জীব কামনা করে মোনাজাত করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত