
খানবাহাদুর আহ্ছানউল্লা-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদ গতকাল নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজে অধ্যয়নরত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্ইুজে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থী শারাবান তাহুরা প্রথম এবং সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষার্থী মুর্শিদুল ইসলাম ও তামান্না আহ্ছানী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, রোকেয়া মুনসুর মহিলা কলেজের শিক্ষার্থীর শীর্ষ দশ স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ‘মৌলবি আনছারউদ্দীন আহমদ পুরস্কার’ হিসেবে সম্মাননা স্মারক, সনদ, বই এবং এককালীন বৃত্তি প্রদান করা হয়। পুরস্কার অনুষ্ঠানে নলতা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আহ্ছানিয়া মিশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ড. তসীকুল ইসলাম রাজা, কলকাতা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক নুরুল আবেদীন, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ প্রমুখ। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালন মনিরুল ইসলাম। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি