
সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) সম্প্রতি চতুর্থ আইইইই কনফারেন্স অন পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন্স (PEEIACON 2025)-এর আয়োজন করে। আইইইই বাংলাদেশ সেকশন (IEEE Bangladesh Section) এবং আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন্স সোসাইটি (আইএএস) বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দুই দিনব্যাপী এই ইভেন্টটি শুরু হয় গত ৪ ডিসেম্বর এসইইউ’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে। উদ্বোধনী অধিবেশনের বক্তারা ছিলেন- অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপাচার্য, এসইইউ; অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর, এসইইউ; ড. সেলিয়া শাহনাজ, কনফারেন্স চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; ড. শাইখ এ. ফাত্তাহ, টেকনিক্যাল চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া, অর্গানাইজিং চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, এসইইউ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি