
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ চত্বরে থাকা ফুলের বাগানের কোনো ধরনের ক্ষতি না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস উদযাপন সংক্রান্ত এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ঢাকায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুষ্পস্তবক অর্পণকালে নির্ধারিত পথ ও শৃঙ্খলা অনুসরণ করার আহ্বানও জানানো হয়।