ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজধানীর শাজাহানপুরের গুলবাগে একটি ভবনে লিফটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার মোহন মিয়ার ছেলে ছিল।

নিহতের সহকর্মী মারুফ জানান, গতকাল সোমবার দুপুরের দিকে শাজাহানপুরের গুলবাগ এলাকার একটি ভবনে লিফটে ইলেকট্রিকের কাজ করছিল তারা। এ সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন ইব্রাহিম। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ইব্রাহিম আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত