ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতায় সহিংসতা ঘটছে’

‘রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতায় সহিংসতা ঘটছে’

২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতার সুযোগে সমাজে একের পর এক অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনা ঘটছে। শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী ভবনে অগ্নিসংযোগের ঘটনা জাতিকে স্তব্ধ করেছে এবং বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার স্পষ্ট চিত্র তুলে ধরছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এই সংকটের সময় আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সংযম, ঐক্য ও দায়িত্বশীলতা। মতের অমিল থাকতেই পারে, কিন্তু তা সমাধানের পথ হতে হবে সংলাপ, আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। সহিংসতা, প্রতিশোধ বা বিভাজন কোনো সমাধান নয়, বরং তা রাষ্ট্র ও সমাজকে আরও দুর্বল করে। আমরা মনে করি, বাংলাদেশ সবার। রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকের জীবন ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব।

তাই উস্কানি ও গুজব এড়িয়ে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে দাঁড়াতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল দীর্ঘকাল ধরে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

আমাদের বিশ্বাস— বর্তমান সংকটময় রাজনৈতিক বাস্তবতা থেকে উত্তরণের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র কার্যকর ও টেকসই পথ। কিন্তু পরিতাপের বিষয়, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সেই সমঝোতার রাজনীতি এবং ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি প্রত্যাশিত সম্মান ও নিষ্ঠা প্রদর্শনে ব্যর্থ হয়েছে। এর ফলে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত