
বেশ কয়েক দিন সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী। শীতের তীব্রতায় জবুথবু অবস্থা ছিল সাধারণ মানুষের। গতকাল বুধবার দুপুর-নাগাদ সূর্যের দেখা পেলো মানুষ। তাপমাত্রা ভোরে অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা কমে এসেছে। যদিও রোদের তেজ খুব একটা নেই। ফলে শীতের অনুভূতি আছে ৃআগের মতোই, শুধু কনকনে বাতাসের তীব্রতা কিছুটা কমেছে। ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গতকাল দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এদিকে দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।