
জাতীয় ঐক্যের প্রতিক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পানি ভবনের মাল্টিপারপাস হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহা-পরিচালকরা, প্রধান প্রকৌশলীরা, সবস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৯০১) নেতাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দোয়া পূর্ব আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন মহীয়সী আপসহীন নারী, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমৃত্যু সংগ্রাম করে গেছেন, তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে পথ দেখাবে। দোয়ায় তার পরিবারের সদস্যদের ধৈর্য ও সুস্থতা কামনা করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি