ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯-এ শব্দদূষণের ৩৮১ অভিযোগ

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯-এ শব্দদূষণের ৩৮১ অভিযোগ

নববর্ষের উদযাপনে দেশজুড়ে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনার কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ শত শত অভিযোগ জানিয়েছেন। থার্টি ফার্স্ট নাইটের প্রাক্কালে ও নতুন বছরের প্রথম দিনে শব্দদূষণ সংক্রান্ত মোট ৩৮১টি অভিযোগ জমা পড়েছে এই সেবা কেন্দ্রে। গতকাল বৃহস্পতিবার ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় জরুরি সেবা সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনা নিয়ে আসা ৩৮১টি কলের মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকেই এসেছে ৯৬টি অভিযোগ। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ২৮৫টি অভিযোগ ফোনকলের মাধ্যমে জানানো হয়। আনোয়ার সাত্তার জানান, প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অভিযোগগুলো জানিয়ে প্রতিকারের প্রচেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত