
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার-ঢাকা ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ থেকে স্থগিত থাকবে। গতকাল মঙ্গলবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-সিলেট-ম্যানচেস্টার-ঢাকা ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়াারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
পরে টিকিটধারী যাত্রী সাধারণের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী ওই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগে ঘোষিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
ফলে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার-ঢাকা ও সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি