ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ আইন বক্তৃতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ আইন বক্তৃতা

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের উদ্যোগে গতকাল বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘Constitutional Lwa and Democratic Backsliding’ শীর্ষক একটি বিশেষ আইন বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো-এর ল’ স্কুলের খ্যাতনামা সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক টম গিন্সবার্গ (Tom Ginsburg)। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

এসময় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই আয়োজনটি মূলত জ্ঞানচর্চার এক মহৎ উদযাপন। সংবিধান ও সাংবিধানিক আইনের ক্ষেত্রে বিশ্ববরেণ্য পণ্ডিত অধ্যাপক টম গিন্সবার্গকে কেন্দ্র করে আজকের এই জনবক্তৃতা বিশেষ তাৎপর্য বহন করে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত