ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আনুষ্ঠানিকভাবে ট্রান্সপোর্ট সার্ভিস কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে। গত বুধবার, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আনসার-ভিডিপি সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত আনসার ও ভিডিপির বিশাল সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও টেকসই করতে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পরিবহন ব্যবস্থা শুধু একটি সেবা নয়; এটি বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের জন্য একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী কল্যাণমূলক ব্যবস্থার অংশ।’ বাহিনীর পরিবহন ব্যবস্থাকে সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে উল্লেখ করে বলেন, ‘এই পরিবহন ব্যবস্থা শুধু অভ্যন্তরীণ প্রয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। বাহিনীর গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাপ্লাই চেইনে সদস্যদের নিজ নিজ দক্ষতা, কুটির শিল্প ও পেশাগত সক্ষমতাকে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে জনগণের সেবায় আরও কার্যকরভাবে নিয়োজিত করা সম্ভব হবে।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত