ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংক চুক্তি

‘স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংক চুক্তি

সম্প্রতি, উদ্ভাবননির্ভর সিএমএসএমই উদ্যোগে বিনিয়োগের লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ‘স্টার্ট-আপ পুনঃ অর্থায়ান স্কিম’-এর আওতায় একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। মেঘনা ব্যাংক পিএলসি-এর পক্ষে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোমতাজুল করিম এন আহমেদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এসএমই খাতে বিশেষায়িত অর্থায়ন সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফা এবং কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেঘনা ব্যাংকের পক্ষে আরও অংশ নেন এসএমই ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া, ব্রাঞ্চ এসএমইও এগ্রি ব্যাংকিংয়ের প্রধান মো. সাহাবুদ্দিন এবং মাইক্রো ও স্মল বিজনেসের প্রধান মো: সাইদুর রহমান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত